Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। দিঘা হোটেল রেস্টুরেন্টে দাউ দাউ আগুন ।।

বর্ষের প্রথম দিনে মর্মান্তিক ঘটনা দিঘাতে আগুন লাগল একটি হোটেল রেস্টুরেন্টে।
ঘটনার স্থলে একটি দমকলের ইঞ্জিন ।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয় এলাকায়*


এমনই ঘটনাটি ঘটল দিঘার শিবালয় রোডে। স্থানীয় সূত্রে জানাযায় আজ ৫টার নাগাদ, হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় ও দোকান দার দেখে নেভানোর চেষ্টা করে।জনা যায় গ্যাস সিলিন্ডার এর পাইপ লিক হয়ে আগুন।

Related News