প্রদীপ কুমার মাইতি :- প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ বৃষ্টিকে উপেক্ষা করে দ্বিতীয় দিনের ফুটবল প্রতিযোগিতা হল শুক্রবার। এ দিন ষোলোটি দলের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের ৮টি দল দ্বি-দিবসীয় ফুটবল প্রতিযোগিতা যোগ দিয়েছে। মাঠে ভীড় ছিল ভালোই।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাসুদেবপুর ‘অর্কিড’ ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় স্থানীয় হাইস্কুল খেলার মাঠে নক-আউট ফুটবল প্রতিযোগিতা।
আয়োজক সংস্থার প্রধান উদ্যোক্তা তথা বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান পিজুস চক্রবর্তী জানিয়েছেন, এলাকার যুবকদের ফুটবলের প্রতি ঝোঁক বাড়াতে প্রতিযোগিতার আয়োজন।
ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে নগদ ১০ হাজার ও ৬ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হবে। উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, কাঁথি পুরসভার উপ-পুরপ্রধান সুপ্রকাশ গিরি, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, জেলা পরিষদের সদস্য পার্থসারথি দাস, বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমার রাউল, বাসুদেবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক জয়দেব হাতি, কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ পাত্র, সমাজকর্মী তথাগত মাইতি, আয়োজক সংস্থার সভাপতি শোভন জানা ও সম্পাদক শম্ভু চক্রবর্তী প্রমুখ।






