পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ক্যানেলপাড়ে রাজদূত ব্যায়ামাগার সংলগ্ন টোটো স্ট্যান্ডের টোটো চালকদের দুর্ঘটনাজনিত বিমা করে দিলো ব্যায়ামাগার।রবিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিমা পত্র গুলি তুলে দেওয়া হল।

৫৯তম বর্ষে পদার্পন করেছে রাজদূত ব্যায়ামাগার।শনিবার ব্যায়ামাগারের মন্ডপ উদ্বোধন হয়েছে।রবিবার দ্বিতীয় দিন সকাল থেকেই বিভিন্ন সমাজসেবায় মুলক কর্মসূচী পালন করে।এর মধ্যে রাত্রে বিমা প্রদান অনুষ্ঠান হয়।উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত,টোটো চালক সংগঠনের সম্পাদক হারেশ খান প্রমুখ।

বিকাশ বেজ সহ সকল অতিথি রাজদূত ব্যায়ামাগারের এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেছেন।এদিন ৫০ জনের হাতে ২ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা পত্রের সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
Post Views: 15





