Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবার উন্নতি ঘটাতে উদ্যোগী বিধায়ক ।

নিজের এলাকার বাসিন্দাদের আরো ভালো পরিষেবা দিতে উদ্যোগী হলেন।পূর্ব মেদিনীপুর জেলার এগরার বিধায়ক তরুন কুমার মাইতি । এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য পরিসেবা উন্নতির লক্ষ্যে বিশেষ সভা করলেন রোগী কল্যাণ কমিটির সভাপতি তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।

বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন পরিকাঠামগত দিকে উন্নতির জন্য যা যা করার দরকার রাজ্য সরকারকে বলবো। বর্তমান যে পরিকাঠামো আছে বাজে সুযোগ সুবিধা গুলো আছে তা দিয়েই যতটা সুন্দর করে পরিষেবা দেওয়া যায় তা দিতে হবে কর্মীদের। সহমত পোষণ করেন হাসপাতালে কর্মী নার্স ও ডাক্তারবৃন্দ।

বৃহস্পতিবার বিকালে হাসপাতালের সুপার, সহকারী সুপার,এগরা পুরসভার পৌর প্রধান স্বপন কুমার নায়ক সহ রোগী কল্যাণ কমিটির অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ এই বৈঠকে হাজির ছিলেন।

হাসপাতালের কর্মী,নার্স,ডাক্তারদের নিয়ে এই সভা হয়। সভায় আলোচনা হয় রোগী পরিষেবা আরো উন্নত মানের করতে হবে।

Related News