Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। জেলা জুড়ে বিরসা মুন্ডার জন্মদিন পালন ।।

প্রদীপ কুমার মাইতি :- মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে ভারত জাকাত মাজি পরগণা মহলের পক্ষ থেকে এই বিশেষ দিনটিকে যথাযত মর্যাদার সঙ্গে পালন করা হয়।



যদিও বিরসা মুন্ডার জন্মদিন পালনের অনুষ্ঠানেও প্রভাব পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কে নিয়ে তৃণমূল নেতা তথা মন্ত্রী অখিল গিরির মন্তব্যের। এদিন এগরা শহরে ভারত জাকাত মাজি পরগণা মহলের তরফে টাঙি, তরোয়াল, তীর-ধনুক হাতে নিয়ে কয়েক কিলোমিটার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল। পাশাপাশি ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির কুরুচির মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এগরা থানায় এফআইআর দায়ের করা হয় সংগঠনের তরফে।

এই প্রসঙ্গে সংগঠনের সম্পাদক অলক বেসরা ক্ষোভ উগরে দিয়ে বলেন, তৃণমূল মন্ত্রী মাননীয়া আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে যে মন্তব্য করেছে, সেটা আদিবাসী সমাজের অপমান।

Related News

Also Read