প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর দক্ষিণ কল্যাণপুর বংশী বটতলা বিদ্যুৎ তরুন সংঘের পরিচালনায় রক্তদান শিবির হয়। এই রক্তদান শিবিরটি হয় সংঘের গৃহে। সহযোগিতা করে বারুইপুর মহকুমার হাসপাতালের ব্লাড ব্যাংক।

এই রক্তদান শিবিরটি ২৩ বছরের পদার্পণ করলো। এই সংঘের এক সদস্য সঙ্গে কথা বলে জানা যায় গত দু বছরে করোনা মহামারী রোগ সারা পৃথিবীজুড়ে হয় তাই এই রক্তদান শিবিরটি করতে পারেনি। এ বছর অবস্থা ভালো হওয়ায় তাই এই রক্তদান শিবির করেছে। বিদ্যুৎ তরুন বাহিনীর সংঘ শুধু রক্তদান শিবির করে না তাছাড়া বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকেন তারা।

এই রক্তদান শিবিরটি শুরু হয়েছিল সকাল সাড়ে দশটায় তা শেষ হয় দুপুর দুটোয়।মহিলা ও পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন মোট ৮০ জন মানুষ। কোন উপহার ছিল না এই রক্তদান শিবিরে।

Post Views: 63





