রাজ্য সরকারের উদ্যোগে উন্নত স্বাস্থ্যপরিষেবার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের
দেপাল গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের জন্য আজ থেকে শুরু হল দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিট।

এমনই উদ্যোগে সরগরম হয়ে উঠল পুরো দেপাল এলাকা। এই ভ্রাম্যমান চিকিৎসালয়ের উদ্বোধন করলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সি এম ও এইচ।উপস্থিত ছিলেন বালিসাই বি এম ও এইচ ডাঃ হীরক ইসলাম, রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, কর্মাধ্যক্ষ মানস দাস, সদস্য অনুপ কুমার মাইতি, দেপাল গ্রাম পঞ্চায়েত প্রধান গীতশ্রী মাইতি, উপ প্রধান উত্তম মাইতি-সহ স্থানীয় নেতৃত্ব ও চিকিৎসা কর্মীবৃন্দ। শুরু থেকেই পরিষেবা নিতে ভিড় জমায় বয়স্ক মানুষ, গৃহবধূ, শ্রমজীব মানুষ সহ অন্য সকলে।

রক্তচাপ, সুগার, শিশু,মাতৃস্বাস্থ্য পরীক্ষা, সাধারণ রোগের চিকিৎসা, জরুরি পরামর্শ সবই মিলবে সম্পূর্ণ নিখরচায় পঞ্চায়েত প্রধান গীতশ্রী মাইতির কথা, অনেক মানুষ চিকিৎসার খরচ বা দূরত্বের কারণে পিছিয়ে পড়েন। রাজ্য সরকারের অভিনব পদ্ধতিতে এই মোবাইল চিকিৎসা পরিষেবা তাঁদের সত্যিকারের ভরসা হয়ে উঠবে এই সরকারের কর্মপদ্ধতি।” এই মোবাইল স্বাস্থ্য পরিষেবায় থাকবে চিকিৎসক, ল্যাবরেটরি, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা ও ওষুধ পত্র।





