পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের নরিহা ক্লাব উদ্যান এর উদ্যোগে গোষ্ঠদেবের পূজার্চ্চনা ও বস্ত্র বিতরণ অন্নমহোৎসব অনুষ্ঠান হল। উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরন সার, রামনগর ১ পঞ্চায়েত সমিতি সদস্য দীপক সার, শিক্ষা কর্মধ্যক্ষ কৌশিক বারিক সহ অন্যান্য বিশিষ্ট জন।
দীপক সার বলেন মানুষের মেলবন্ধন গড়তে হবে। মানুষের পাশে থাকতে হবে যুবসমাজ কে। আরো এগিয়ে যেতে হবে সামাজিক কাজকর্মের মধ্য দিয়েব। কৌশিক বারিক বলেন নরিহা উদ্যান ক্লাব বিভিন্ন ভাবে প্রতিযোগীতার আয়োজন করছেন এই মহতি উদ্যোগ আর এগিয়ে নিয়ে যেতে হবে। নিতাই চরন সার বলেন এই ক্লাব সারাবছর মানুষের পাশে থাকেন ও বিভিন্ন খেলাধুলা সামাজিক কাজকর্মের মধ্যে থাকে।এই ক্লাবের সামাজিক কাজ কর্মের পাশে থাকার আশ্বাস দেন সকলে।
Post Views: 14