Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

পটাশপুরে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের।

মাঠের কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম গৌতম জানা (৩৮) ।ঘটনাটি ঘটেছে পটাশপুর দুই ব্লকের খড়ুই পশ্চিম সাই গ্রামে।

পশ্চিম সাই গ্রামের গৌতম জানা নামে ওই যুবক সকাল বেলা বাদাম চাষ করতে মাঠে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন। দুপুরের দিকে হঠাৎ ঝড় বৃষ্টি নামে। ঝড় বৃষ্টি থেমে গেলেও দীর্ঘক্ষণ ওই যুবক বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজখবর নিতে গিয়ে দেখতে পান মাঠের মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে ওই যুবক পড়ে রয়েছে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মাঠ থেকে যুবককে তুলে নিয়ে আসে বাড়িতে। পরে পটাশপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ।

পরিবার ও পাড়া প্রতিবেশী লোকজনের অনুমান বাজ পড়েই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related News