পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম পরিচালিত খগেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হলো।
সুপারটন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই নতুন ভবনটি নির্মিত হয়। বৃহস্পতিবার ভবনটি উদ্বোধন করেন এই ফাউন্ডেশনের চেয়ারম্যান ভি কে ভান্ডারীর কন্যা নুপুর ভান্ডারী। উনার জন্মদিনের উপহার হিসাবে শিক্ষার প্রসারে নতুন গৃহের উপহার দিলেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানপুর দু’নম্বর ব্লকের বিডিও জয়দেব মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল বর্মন , প্রধান শুকদেব বেরা, উপপ্রধান মিহির কুমার ভৌমিক প্রমূখ।
গ্রামবাসী ও অভিভাবকেরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই স্কুলে প্রয়োজন মতো ঘর ছিল না। বিভিন্ন জায়গায় ক্লাস করতে হতো ।এই ঘর পেয়ে ছাত্র-ছাত্রী,শিক্ষক মন্ডলী,অভিভাবক সকলে খুবই আনন্দিত। এই স্কুলে প্রায় ২৫০ জন শিশুরা পড়াশোনা করে, যা জেলার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ভাবে স্থান দখল করেছে। একটি ছোট্ট সংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এবং ৫০০ জন দুপুরে ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।