Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। বড় দারুয়া হাল বস্তির সাধারন সভা ।।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভা ৩ নং ওয়ার্ডের অন্তর্গত বড় দারুয়া হাল বস্তির সাধারণ সভার মধ্য দিয়ে বস্তির মহল্লাদার, সর্দার নির্বাচিত হয়।

বড় দারুয়া হাল বস্তির সভাগৃহে একটি সাধারণ সভার আয়োজন করা হয়, এই সভায় প্রাক্তন মহল্লাদার সেক নুরুল ইসলামের সভাপতিত্বে করেন। সহযোগিতা করেন বড় দারুয়া জোনের প্রাক্তন সর্দার শওকত রহিম

এই সাধারণ সভার বড় দারুয়া হল বস্তির প্রায় ২০০ জনের সদস্যের উপস্থিতিতে সর্ব সম্মতি ক্রমে মহল্লাদার মনোনীত হন – সেক সামসুদ্দিন রাহিম (সামু) , এবং সর্দার মনোনীত হন – জনাব সেক হাসান আলি, মনোনীত নব নির্বাচিত মহল্লাদার ও নব নির্বাচিত সর্দার কে ধন্যবাদ জ্ঞাপন করেন বড় দারুয়া হাল বস্তির প্রাক্তন মহল্লাদার শেখ আনাস, শেখ ওসমান আলি, সেক নজরুল উদ্দিন,সহ সকল বড় দারুয়া হাল বস্তির সদস্যরা আজকে নবনির্বাচিত মহল্লাদার ও সর্দার মনোনীত কাছে প্রত্যাশা রাখেন আগামী দিনে যাতে করে সামাজিক একতা, সাম্যতা,সুবিচার ও সম্প্রীতির বাতাবরণ নির্মাণে আপনাদের ভূমিকা হয়ে উঠুক উজ্জ্বল থেকে উজ্জ্বলতর।

Related News

Also Read