Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

কেন্দ্র-রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের মিছিল 

সারা দেশে কর্পোরেট – সাম্প্রদায়িক অশুভ শক্তির আঁতাত, পুজি পতি শ্রেণীর দেশের সম্পদ লুট করছে প্রতিনিয়ত।সাধারণ মানুষের রুটি রুজি, জীবন জীবিকার উপর চরম আঘাত নামিয়ে এনেছে। কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের গোপনা আঁতাতে ধর্মীয় বিভাজন প্রকট রূপ ধারণ করেছে। রাজ্যের তৃণমূল সরকার শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ঢাকতে হাজার হাজার শিক্ষকের চাকরি খেয়েছে । ২৬ লক্ষ পরিবারকে পথে দাঁড় করিয়ে দিয়ে মুর্শিদাবাদে নিশংস হত্যাকাণ্ড ঘটিয়ে মানুষের দৃষ্টিকে ঘোরাতে চাইছে । শিল্প নেই, কলকারখানা বন্ধ ,বেকারের কাজ নেই, শ্রমিকের ১০০ দিনের কাজ বন্ধ, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে মিছিল ,মিটিং ,পথসভা, প্রচার পত্র বাড়ি বাড়ি বিতরণ ,পাড়া বৈঠক প্রায় শেষের দিকে। আজ জেলার কাঁথি শহরে এক বিশাল মিছিল ব্রিগেড যাওয়ার আহবান দিয়ে শুরু হয়। কাঁথির বিবেকানন্দের পাদদেশে একটি পথসভা হয়। পথসভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা দীপক প্রধান, শ্রমিক নেতা জয়দেব পন্ডা ,সি আই টি ইউ নেতা সুতনু মাইতি, বিশ্বনাথ রায় ,যুব নেতা অর্ণব মাইতি প্রমুখ।সভা পরিচালনা করেন কানাই মুখার্জি।

এদিন ব্রিগেডের আহবান দিয়ে মারিশদা ব্লকের দইসাইতে একটি মিছিল হয়। মিছিলের পরে দই বাজারে পথসভায় বক্তব্য রাখেন সারা ভারত খেত মজুর ইউনিয়নের রাজ্য নেতৃত্ব হিমাংশু দাস, শ্রমিক নেতা কালিপদ শীট, কৃষক নেতা সলিল ওঝা, আবুল আলী।

অপর একটি মিছিল এবং পথসভা হয় কাঁথির বাদলপুর অঞ্চলে। বিশাল মিছিল কয়েকটি গ্রাম পরিক্রমা করে ।মাজনা বাজারে পথসভায় কৃষক খেতমজুর ,শ্রমিক ,বস্তিবাদ বাসীদের দাবি নিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতা প্রণব পান্ডা, কৃষক নেতা হিমাদ্রি মাইতি,প্রনব করন, বাসুদেব রাউল, খেতমজুর নেতা তাপস অধিকারী, আশরাফ উল্লা, মহিলা নেত্রী ভবানী পন্ডা ।

Related News

Also Read