পূর্ব মেদিনীপুর জেলার কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের আদেশ অনুসারে ভারতীয় ভাষা দিবস পালন হল বৃহস্পতিবার। এই উপলক্ষে মহাবিদ্যালয়ে নব নিযুক্ত অধ্যক্ষ ড: ব্রজেন্দ্রনাথ সিং দেব কে ছাত্র-ছাত্রী, অধ্যাপক বৃন্দ ও শিক্ষা কর্মীদের নিয়ে ভারতীয় ভাষা দিবসের বিষয়ে আলোচনা করেন। বহু ভাষাভাষীর এই দেশে বিভিন্ন ভাষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। সমস্ত ভাষার আদি বা মূল ভাষা যে সংস্কৃত ভাষা সেই ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। ছাত্র-ছাত্রীরাও আলোচনায় অংশ নেয়। যেসব ছাত্র-ছাত্রী বেশি ভাষা জানে তাদেরকে পুরস্কৃত করার জন্য উৎসাহিত করেন। আলোচনাটিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়।
Post Views: 14





