সুইট ইলেভেন ফাইনালে কন্টাই সুপারষ্টার ক্লাব পরিচালিত সিএসএসসি সুপার চ্যালেঞ্জ কাপ আজ সকালে যে খেলা অনুষ্ঠিত হয় সুইট ইলেভেন ও হাতিশাল অগ্রগামী সংঘ। সকালে টসে জিতে হাতিশাল ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহন করে। নির্ধারিত ১৮ ওভারে খেলায় ৮৫ রানে সকালে আউট হয়ে যায়। প্রত্তুতরে সুইট ইলেভেন ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৮ রান করে ৬ উইকেটে জয়লাভ করে ফাইনাল খেলার ছাড়পত্র আদায় করে নেয়। সুইট ইলেভেন এর পরমজিৎ সিং ব্যাটে ১৭ বলে ৩৯ রান বলে ৪ ওভার ২০ রানে ১ উইকেট নিয়ে স্বর্গীয় সুজিত চক্রবর্তী ও চিন্ময়ী চক্রবর্তী স্মৃতি ট্রফি লাভ করেন। এই পুরস্কার তুলে দেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দোলাই। বিকালে যে দুটি দল অংশগ্রহণ করে কন্টাই সিএসএসএ ও বালিঘাই ক্রিকেট একাডেমি। টসে জিতে বালিঘাই ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে প্রত্তুতরে সিএসএসএ ব্যাটিং করতে নেমে ১৯.৫ বলে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করে ২ উইকেটে জয়লাভ করে দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলার সুযোগ পায়।
আগামি ২৪ তারিখ সকালে হাতিশাল অগ্রগামী সংঘ এর সংগে খেলবে। এই খেলায় সিএসএসএ এর পবিত্র বিশাল ৫২ বলে ৭২ রানে অপরাজিত থেকে স্বর্গীয় পুলিন গুড়িয়া স্মৃতি ট্রফি লাভ করে। এই পুরস্কার তুলে দেন প্রাক্তন খেলোয়াড় তাপস রঞ্জন পাত্র। খেলায় আম্পায়ার ছিলেন শিবরাম মন্ডল ও ইন্দ্রজিৎ পট্টনায়ক ও চিত্তব্রত মহাপাত্র। খেলা চলাকালীন মাঠে উপস্থিত হন ৮০ দশকের তিন খেলোয়াড় আশিষ সিনহা, নীশিথ সেনগুপ্ত ও শীলভদ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সদস্য সমীরণ বড়াই, সঞ্জীব জানা, মনোজ দাস, কৃষ্ণেন্দু মিশ্র, হরিপদ চক্রবর্তী ও ক্রীড়া সম্পাদক ষষ্ঠীপদ চক্রবর্তী। ক্লাব সম্পাদক বিশ্বজিৎ জানিয়েছেন আগামী ২৪ তারিখ দুপুরে জেলার সর্ব প্রথম মহিলা টি টুয়েন্টি ডিউজ ক্রিকেট হবে
