Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

আবারো দিঘা সমুদ্রে ভেসে এলো মৃত ডলফিন।

আবারো দিঘা সমুদ্রে ভেসে এলো মৃত ডলফিন। শুক্রবার সকালে ওল্ড দিঘাতে সমুদ্র তীরে এক ডলফিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকেরা। বনদপ্তরের খবর দিলে বনকর্মীরা এসে মৃত ডলফিন কে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গেছে ডলফিন টি কে ময়না তদন্ত করা হবে তারপরে মাটিতে পুঁতে দেওয়া হবে। প্রায়ই সাতদিন, দশ দিন অন্তর দীঘার সমুদ্রে মৃত ডলফিন উদ্ধার হচ্ছে। কি কারনে মৃত্যু ঘটছে কেউই বলতে পারছে না।

অনুমান করা হয়েছে আঘাতপ্রাপ্ত হয়ে অথবা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ডলফিনের। বনদপ্তর সূত্রে জানা গেছে ডলফিন এর মৃত্যুর কারণ অনুসন্ধান শুরু করা হয়েছে।

Related News

Also Read