পূজায় অন্ন ভোগ বিতরন - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৫শে আষাঢ়, ১৪৩২ বুধবার ( ৯ই জুলাই, ২০২৫ )

পূজায় অন্ন ভোগ বিতরন

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের কাদুয়া গ্রামপঞ্চায়েতের মানিকাবসান ও আড়িয়াপদ্মপুর যুবক সংঘ এর পরিচালনায় শ্রীশ্রী মনসা মাতা ও লক্ষ্মীনারায়ণ দেবের পূজার্চনা ও মহাপ্রভুর শুভাগমন ও অন্নমহোৎসব অনুষ্ঠান হল।

এদিন উপস্থিত হয়ে অন্নপ্রসাদ বিতরণে অংশগ্রহন করলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো এসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান তথা রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার । ক্লাব এর পক্ষে সাগর দলাই, সঞ্চালক পাপ্পাদিত্য মাইতি সহ ক্লাব এর সকল সদস্য ও অতিথিগণ।

Related News

02:05