Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

এগরায় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন গবডাঙ্গ তরুণ সংঘ

সাত দিনের রোমাঞ্চকর নক-আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল বুধবার। খেলা ঘিরে ছিল উত্তেজনা ও দর্শকের বিপুল ভিড়। মাঠে পা রাখতেই চারিদিকে উল্লাসধ্বনি, তালি আর ঢাকের তালে মাতোয়ারা ফুটবলপ্রেমীরা।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গবডাঙ্গ তরুণ সংঘ ও আমরা ক’জন জগাছা। দুই দলের মধ্যে দারুণ লড়াই চলে পুরো ম্যাচজুড়ে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হলে, ম্যাচ গড়ায় রোমাঞ্চকর ট্রাইব্রেকারে। সেখানে ৫–৪ গোলে জয় ছিনিয়ে নেয় গবডাঙ্গ তরুণ সংঘ, আর সেই সঙ্গে ঘরে তোলে চ্যাম্পিয়নের ট্রফি।

 

চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হয় এক লক্ষ টাকা নগদ পুরস্কার ও ট্রফি, আর রানার্স-আপ দল পায় ৭৫ হাজার টাকা নগদ পুরস্কার ও ট্রফি।

 

এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের পানিপারুল স্পোর্টস একাডেমি। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৮টি দল এ বছর অংশগ্রহণ করে। প্রতিবছরের মতো এবারও এই প্রতিযোগিতা ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। উল্লেখযোগ্যভাবে, এ বছরই প্রতিযোগিতাটি একুশতম বর্ষে পদার্পণ করল, যা নিজেই এক গর্বের ইতিহাস গড়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি,এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ,পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, এগরা-২ ব্লকের কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারী,এগরা-২ ব্লকের প্রাক্তন সভাপতি দিনেশ কুমার প্রধান প্রমুখ

 

নেগুয়া ফাঁড়ির ইনচার্জ কাজল দত্ত

বিশিষ্ট সমাজকর্মী বাবুল সাহা

পানিপারুল স্পোর্টস একাডেমির সভাপতি রজত কুমার বেরা ও সম্পাদক সুকুমার সাউ সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।

 

 

পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর। মাঠ জুড়ে হাজারো দর্শকের উচ্ছ্বাসে যেন মিশে গিয়েছিল গ্রামের প্রাণচাঞ্চল্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়— “এই প্রতিযোগিতা শুধু খেলা নয়, এটি একতা, বন্ধুত্ব আর ক্রীড়া-সংস্কৃতির মিলনমেলা। আগামী দিনেও আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।”

 

ফুটবলের উত্তাপে এগরা মাতল সাত দিন, আর ফাইনাল দিনের জয়গানে উজ্জ্বল হয়ে উঠল গবডাঙ্গ তরুণ সংঘের নাম

Related News

Also Read