Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

মহরম উৎসব উদযাপন করার লক্ষ্যে প্রশাসনিক আলোচনা  সভা।

মহরম উৎসব কে শান্তিপূর্ণ করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি ও মারিশদা থানার যৌথ উদ্যোগে আন্টি বৈঠক হল। 

সরকারি নিয়ম বিধি মেনে পবিত্র মহরম উৎসব উদযাপন করার লক্ষ্যে প্রশাসনিক আলোচনা  সভায় উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি  বিকাশ চন্দ্র বেজ,  কাঁথি ৩ ব্লকে বিডিও   দীপক কুমার ঘোষ, মারিশদা  থানার ওসি  বুদ্ধদেব মাল, কাঁথি ৩ ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক  ডঃ আবু সুফিয়ান, ও অন্যান্য ব্যক্তিবর্গ। এই সভায় মরম উদযাপন কমিটির কর্মকর্তা এখন যোগদান করেন। সিদ্ধান্ত হয় সরকারি নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে পবিত্র মহরম উৎসব উদযাপন হবে।

Related News