Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

রাস্তায় সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়া সহ গ্রামবাসীরা।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে বেহাল
রাস্তায় সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়া সহ গ্রামবাসীরা। অভিযোগ পটাশপুর ২ ব্লকের রাউতাড়া গ্রাম থেকে পঁচেটগামী রাস্তা বাম আমল থেকে যাতায়াতের অযোগ্য,বর্তমানে এই রাস্তা রীতিমতো বেহাল হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, রাস্তার বেহাল দশার ফলে প্রতি বছর সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের৷ অভিযোগ, তারপরেও হুঁশ ফিরছে না স্থানীয় প্রশাসনের। স্থানীয়দের আরো অভিযোগ স্থানীয় প্রশাসনিক কর্তাদের এ সব অজানা নয়। একাধিক বার  রাস্তা সংস্কারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে লাভ হয়নি।

দু তিনটি গ্রামের স্কুলের পড়ুয়াদের স্কুলের যাওয়ার একমাত্র রাস্তা এটি।‌ বিকল্প রাস্তা না থাকায় প্রানের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। দুর্ঘটনা তাদের প্রায় নিত্যদিনের সঙ্গী। অভিযোগ স্থানীয় প্রশাসন সব জেনেও যেন ঠুটো জগন্নাথ। এছাড়াও ৯/১০ টি গ্রামের মানুষের ব্যাঙ্ক, গ্রাম পঞ্চায়েত অফিস, স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ায় একমাত্র রাস্তা এটি। রাস্তা বেহাল ঝুঁকিপূর্ণ হওয়ায়  দুয়ারে রেশনও বন্ধ এই গ্রামে।

পড়ুয়া ও গ্রামবাসীদের সাথে প্রতিবাদে সামিল গ্রামের পঞ্চায়েত সদস্য রাজু বেরা বলেন, রাস্তায় বড় বড় গর্ত৷ খানাখন্দে ইটে ভর্তি। প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়৷ রাস্তায় এই অবস্থা হওয়ায় দুর্ঘটনাও ঘটছে৷ বর্ষাকালে অবস্থা আরও খারাপ হয়৷ বার বার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি৷ তাই আজ আমরা বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিলাম।

Related News

Also Read