Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। চিনির দাম বাড়ছে কেজিতে সর্বোচ্চ ২৫ টাকা ।।

দুই দিন পর থেকে চিনির দাম বাড়ছে সর্বোচ্চ ২৫ টাকা করে।চিনিকল মালিকদের সংগঠন থেকে চিঠি লিখে সরকারকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
উৎসব মরসুমে হঠাৎ করে চিনির দাম এতটা বাড়ার খবরে মাথায় হাত পড়েছে সাধারন গ্রাহকদের।

বাংলাদেশে বর্তমানে এখন খোলা চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৩০ থেকে ১৪০ টাকা। আর প্যাকেটজাত চিনির সরবরাহ নাই বললেই চলে।তার উপর কোরবানির
ঈদের আগে ২২ জুন থেকে চিনির দাম কেজিতে সর্বোচ্চ ২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চিনিকল মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।
জানা গেছে, ব্যবসায়ীরা সরকারি এই সংস্থার কাছে চলতি মাসের প্রথম সপ্তাহে কেজিপ্রতি প্যাকেটজাত চিনির দাম ১৫০ টাকা ও খোলা চিনি ১৪০ টাকা করার প্রস্তাব করেন।
বাজারে বর্তমানে সরকারিভাবে খুচরায় প্রতি কেজি প্যাকেটজাত চিনি ১২৫ টাকা ও খোলা চিনির দাম ১২০ টাকা বেঁধে দেওয়া আছে।তার পরেও নতুন করে প্যাকেটজাত চিনিতে কেজি
প্রতি ২৫ টাকা ও খোলা চিনিতে ২০ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিনিকল মালিকেরা।

Related News

Also Read