কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত টি টুয়েন্টি সিএসএসএ চ্যালেঞ্জ কাপের অনুর্ধ্ব ১৩ চ্যাম্পিয়ন হলো অরবিন্দ ক্রিকেট একাডেমি। সকালে টসে জিতে বালিচক কন্টাই এবিসিডি দল কে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে এবিসিডি ৭ উইকেট হারিয়ে ৭১ রান করে।
প্রত্তুতরে বালিচক মাত্র ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান করে। ফলে ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন শিরপা মুকুট জিতে নেয়। বালিচকের অর্নব খাটুয়া বলে ২ ওভার ৭ রান দিয়ে ২ উইকেট এবং ব্যাটে ৪১ বলে ৪৩ রানে অপরাজিত থেকে মৃত্যুঞ্জয় দাস অধিকারী স্মৃতি ম্যান অফ দি ম্যাচের ট্রফি লাভ করে।

Post Views: 32