প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে ইসরাইলের হানাদারির প্রতিবাদে আজ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এ আই এম এস এস) পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের মেছেদায় ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ইসরাইলের এই হানাদারির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার তীব্র সমালোচনা করেন। বিশেষ করে রাষ্ট্রসঙ্ঘে যুদ্ধ বিরোধী প্রস্তাবে ভারত সরকার যে নীরব থেকে যুদ্ধ চলতে সাহায্য করছে ,এর ফলে প্যালেস্টাইনের শ’য়ে শ’য়ে নারী শিশু সহ বহু মানুষের মৃত্যু হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ভূমিকাকে তীব্র ভাষায় নিন্দা করা হয়।
Post Views: 42