গেরুয়া ঝড়ে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার ভগবানপুর ১ ব্লকের শিমুলিয়া পঞ্চায়েতে নুনহন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে ধরাশায়ী হলো সবুজ। বুধবার ওরা নিরাপত্তায় সকাল ১১ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। ভোটদান শেষে গণনায় বিজেপি ৯ ও তৃণমূল ৩ জন প্রতিনিধি জয়ী হয়।

হাড্ডাহাড্ডি লড়াই হয়, সকাল থেকে ছিল টানটান উত্তেজনা। ভগবানপুর বিধানসভা বিজেপির দখলের। এই দখলদারি সমবায় সমিতির নির্বাচনেও ধরে রাখতে পারল বিজেপি। নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় উৎপল্য গেরুয়া শিবির। মেরুয়া আবির মেয়েকে বিজেপি সমর্থিত জয়ী প্রার্থীরা এবং কর্মী সমর্থক বিজয় উল্লাসে মাতে।
এই জয়ের পরিপ্রেক্ষিতে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ডঃ চন্দ্রশেখর মন্ডল বলেন মানুষ দুর্নীতির বিরুদ্ধে। সমবায় সমিতির নির্বাচনে আবারো প্রমাণ করলো মানুষ দুর্নীতির বিরুদ্ধে। চুরির বিরুদ্ধে। রায় দিয়েছে।





