Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। শুভ ইন্দু নয়,অমাবস্যা ওই বিজেপি নেতাঃচন্দ্রিমা ।।

মঙ্গলবার নন্দীগ্রাম দিবস।শহিদ স্মরণে ভাঙ্গাবেড়া ব্রীজের পাশের মঞ্চ থেকে সারা দেশে বিজেপিকে শহিদ করার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃনমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দিমা ভট্টাচার্য।সেই সাথে শুভেন্দু অধিকারীকে শুভ ইন্দু নয়,অমাবস্যার চাঁদ বলে কটাক্ষ করেন।

২০০৭ সালের ১৪ মার্চ এই ভাঙাবেড়া ব্রিজের কাছেই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ১৪ জন সদস্যের। সেই দিনটি বরাবরই ‘শহিদ দিবস’ হিসাবে পালন করে আসছে রাজ্যের শাসক দল ।

নন্দীগ্রামের সোনাচূড়ার ভাঙাভেড়াতে শহীদ মঞ্চে দাঁড়িয়ে চন্দ্রিমা বলেন,আমরা রক্তাক্ত খেলা খেলব না।কিন্তু ওই রাজনৈতিক দলকে ভারতের রাজনীতিতে শহীদ করতে হবে।


এর পরেই কটাক্ষ করে চন্দ্রিমা বলেন এখানে একজন ছিলেন, সেই ছেলেটির নাম শুভ ইন্দু নয়, উনি আসলে অমাবস্যার চাঁদ।ওনার নামে অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে কটাক্ষে কটাক্ষে ভরিয়ে মন্ত্রী বলেন
একজন ভুঁইফোড় বিজেপি নেতা যারা জমিব্রক্ষার আন্দোলনকারীদেত শহীদ করেছে তাঁদের হাত ধরে, যাদের হাত রক্তে রাঙা তাঁদের হাত ধরে গোকুলনগরে শহীদ দিবস করতে গেছে।উনি আবার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন ১৪ মার্চ ২০২৪ এর আগে পিসি আর ভাইপোকে গ্যারেজ করে দেবে।

বলেন আরে কে রে, উনি কি জ্যোতিষী না কি রে বাবু,
তুমি গ্যারেজ করে দেবে নাকি নিজেই গ্যারেজ হবে, ওনাকেই গ্যারেজ করে দিতে হবে এটাই ওনার কপালে লেখা আছে!

এত অহংকার ভালো নয় এই অহংকার বাংলার মানুষ চূর্ণ করে দেবে, নন্দীগ্রামের মানুষ চূর্ণ করে দেবে বাংলাকে কালিমালিপ্ত করা ওনার পক্ষেই সম্ভব বলে দাবি করেন চন্দিমা ।

দাবিন করেছেন শহীদ দিবসে শ্রদ্ধা তর্পণ দূরের কথা, আসল ব্যাপার হচ্ছে আক্রমণ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ।

Related News