মাছ ধরতে গিয়ে নৌকার উপর বজ্রপাতে জখম হলো এক মৎস্যজীবী অপর এক ভাই মৎস্যজীবী নিখোঁজ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় সুতাহাটা ব্লকের হুগলি নদীতে। বৃহস্পতিবার নৌকা করে মাছ ধরতে যায় সুতাহাটা ব্লকের হোড়খালি গ্রামের সাগর মন্ডল ও সোমনাথ মন্ডল দুই ভাই। এদিন রাত দশটা নাগাদ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়। নৌকার উপর বাজ পড়লে দুই ভাই নদীতে ঝাঁপ দেয়। সোমনাথ মন্ডল কে মৎস্যজীবীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করলেও অপর ভাই সাগর মন্ডল নিখোঁজ হয়ে যায়।গুরুতর আহত সোমনাথ মন্ডলকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। তাকে উদ্ধারের জন্য নদীতে বিপর্যয় মোকাবেলা দল তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে এলাকা পরিদর্শনে যান সুতাহাটা ব্লকের বিডিও আশরাফ আনসারী, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র, হোড়খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আর্জুমান বিবি, জেলা পরিষদ সদস্য অভিষেক দাস প্রমুখ।
