রুবি পার্কে হিন্দু মহাসভার দুর্গা পূজোর একটি ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় সপ্তমীর রাতে। যেখানে দেখানো হয় অসুররূপী মহাত্মা গান্ধীকে।
রবিবার ছিলো মহাত্মা গান্ধীজির ১৫৩ তম জন্মবার্ষিকী। হিন্দু মহাসভার এই অপকর্মের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজ বাজকুলে জাতীয় সড়ক অবরোধ করা হয়।
নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সাধারণ-সম্পাদক শিউ মাইতি, সম্পাদক বিশ্বরঞ্জন মন্ডল, ভগবানপুর -2 নং ব্লক কংগ্রেসের কার্যকরি সভাপতি পার্থপ্রতিম রায় ভগবানপুর (পশ্চিম) – ১ নং ব্লক কংগ্রেসের সভাপতি স্বপন মহান্তি, শ্রমিক নেতা দিলীপ প্রধান, বুদ্ধদেব দাস ও অন্যান্য নেতৃত্ব।
শিউ মাইতি বলেন, দক্ষিণ কোলকাতার একটি পুজো মণ্ডপে দুর্গা মূর্তিতে অসুরের স্থানে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি রাখা হয়েছে । মূর্তিটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে অশুভ শক্তির প্রতীক গান্ধীজিকে মা দুর্গা বধ করছেন । এর চাইতে লজ্জাজনক এবং নিন্দাজনক ঘটনা আর কিছুই হতে পারে না । কোন অবস্থাতেই এমন একটা ঘৃণ্য চিন্তাধারাকে মেনে নেওয়া যায় না । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
এই বছরে আমাদের দুর্গা পূজা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
গতকাল মহাসপ্তমীর দিনে গান্ধীজির জন্মদিন পালিত হয়েছে
সারা বিশ্ব জুড়ে। এমন একটা প্রেক্ষিতে এই ঘটনা আমাদের সকলের কাছে একটা ভয়ংকর লজ্জার ব্যাপার।
আমরা সুস্পষ্ট ভাষায় জানাতে চাই , অপরাধীদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।