Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

প্রকাশিত হলো বাংলা ১৪৩১ এর পাঁজি ডাইরি

কেকা মিত্র :- এই মুহূর্তে এই শহরের বিখ্যাত ডিজাইনার ইরানী মিত্র। ২০১৭ সাল থেকে তিনি প্রিন্স আনোয়ার
শাহ রোডের কাছে সাউথ সিটির
পাশে গড়ে তুলেছেন এক বিরাট স্টুডিও। তিনিই প্রথম ২০২২ সাল থেকে অর্থাৎ বাংলার ১৪২৯ এর বাংলার পাঁজি ডাইরি প্রকাশ করে চলেছেন। আজ তার নিজস্ব
স্টুডিও তে প্রকাশিত হলো বাংলার ১৪৩১ এর পাঁজি ডাইরি।
এই ডাইরি প্রকাশ করেন পাপিয়া সেন, বিখ্যাত মডেল জয়শ্রী মজুমদার, অনামিকা চৌধুরী, রেহান কবির, শিশু মডেল মিস্কা সেন মজুমদার ও জুয়ানা সেন মজুমদার। অনুষ্ঠানের শুরুতে লোক সঙ্গীত পরিবেশন করেন সাগরিকা গুপ্তা ও শিল্পা ভট্টাচার্য।
আজ যে বাংলা পাঁজি ডাইরি প্রকাশ হলো তাতে মডেল আছেন মহুয়া রায় দাস, রেহান কবির, শালিনী ভট্টাচার্য্য, রাজলক্ষী, পারমিতা চ্যাটার্জী, শুভশ্রী সেন, নিলাঞ্জনা রায় সরকার, সুরজেন্দু, আকাশ, সায়নী, শুভশ্রী, দেবিকা সেনগুপ্ত , দিব্যদূতি বিশ্বাস, রিক্তা
আচার্য। এক সাংবাদিক সম্মেলনে ডিজাইনার ইরানী মিত্র
জানালেন আমার করা পোশাক ঋতুপর্ণা সেনগুপ্ত , ইন্দ্রানী হালদার, দেবিকা মুখার্জী , রেশমি মিত্র থেকে রাহুল অরুণোদয় মুখোপাধ্যায় সকলেই ব্যাবহার করেছেন। দেশে বিদেশে তার পোশাক বিভিন্ন ফ্যাশন শো,
সিরিয়াল , ফিল্ম, ও টি টি প্ল্যাটফর্ম এ তার পোশাক বিভিন্ন সময় ব্যাবহার হয়েছে ও হয়। ছেলে মেয়েদের পোশাক ছাড়া ছোটদের পোশাক তিনি ডিজাইন
করেন, শুধু তাই নয় ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস এমন কি জুয়েলারি তিনি তৈরি করেন। দাম ১০০ টাকা থেকে শুরু। সব মিলিয়ে তার স্টুডিও তে নানা ধরনের পোশাক, গহনা ও চোখ ধাঁধানো ঘর সাজানোর জিনিসের সম্ভারে আপনার দৃষ্টি আকর্ষন করবেই

Related News