Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটির চক্ষু ছানি নির্ণয় শিবির ও বৃক্ষরোপণ 

বৃহস্পতিবার লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটির পক্ষ থেকে কাঁথি শহরের মনসা মন্দির প্রাঙ্গণে চৈতন্যপুর চক্ষু হাসপাতালের সহযোগিতায় চোখের সমস্ত রকম পরীক্ষা সহ ছানি চিহ্নিতকরণ করা হয়। মোট ১১৬ জনের চোখ পরীক্ষা করা হয়। আগামী ১৫ জুন, সোমবার ১৯ জনকে ছানি অপারেশানের জন্য চৈতন্যপুর নিয়ে যাওয়া হবে । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে দেশপ্রাণ সংঘ।

এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কন্টাই সিটির পক্ষ থেকে কুলাইপদিমা হাইস্কুলে বৃক্ষরোপণ করা হল। দুটি প্রোজেক্টে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্ণব মাইতি, দুর্গাশঙ্কর সাহু, স্নেহাশীষ পাহাড়ী, অসীম গুড়িয়া,শুভেন্দু শেখর জানা, সাধনেন্দু মিশ্র, এবং শ্রেয়া মাইতি।

Related News

Also Read