প্রদীপ কুমার সিংহ
বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেপ্তার বাবা। বাবা ও ছোট ভাই দুজনে মিলে বড় দাদাকে পিটিয়ে মারার অভিযোগে পুলিশ গ্রেফতার বাবাকে। ধৃত ব্যক্তির নাম নিতাই বিশ্বাস।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পৌরসভার
15 নম্বর ওয়ার্ডের উকিলপাড়া (মন্ডলপাড়া)এলাকায়। মৃত ব্যক্তির নাম রাজীব বিশ্বাস (২২) ১১ ই আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার রাতে । বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় মৃত ব্যক্তি রাজীব বিশ্বাস বারুইপুর মিউনিসিপ্যালিটির ১৫ নং ওয়ার্ডের ১২৯ নং বুথের সভাপতি ছিল। বিজেপি বুথ সভাপতি খুনের অভিযোগে গ্রেফতার বাবা।

রাজীব কে তাঁর বাড়ীতে প্রচন্ড ভাবে মারধোর করে এবং মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয়। বাড়িতে একদিন পড়ে থাকার পর বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। বারইপুর থানায় খবর গেলে বারুইপুর থানা পুলিশ মৃত ব্যক্তির দেহটি ময়নাতন্ত্র জন্য পাঠায়। বিজেপির পক্ষ থেকে বারুইপুর পশ্চিম এক নম্বর মণ্ডলের সভাপতি দাবি করেন রাজীব বুথ সভাপতি ছিল। এই মৃত্যুর জন্য তৃণমূল দায়ী। কিন্তু এলাকার তৃণমূল কংগ্রেসের পৌর মাতা অর্চনা মল্লিক বলেন পারিবারিক ঝামেলার জন্য এই ঘটনা ঘটেছে এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই। বিজেপির পক্ষ থেকে সোমবার
সেই মর্মে বারুইপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ মৃত ব্যক্তির বাবা নিতাই বিশ্বাসকে গ্রেফতার করে। মঙ্গলবার বারুইপুর থানার পক্ষ থেকে নিতাই বিশ্বাসকে বারুইপুর মহাকুমা আদালতে পেশ করে এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে আবেদন করে। আদালতের মহামান্য বিচারক নিতাই বিশ্বাসকে আগামী ১৮ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে থাকা নির্দেশ দেন।





