হলদিয়ায় শ্রুতি প্রতিবন্ধী স্কুলের রাস্তা ঘিরে দিল দুষ্কৃতীরা:গ্রেপ্তার ৩   - Ekhansangbad

Select Language

[gtranslate]
৬ই শ্রাবণ, ১৪৩২ সোমবার ( ২১শে জুলাই, ২০২৫ )

হলদিয়ায় শ্রুতি প্রতিবন্ধী স্কুলের রাস্তা ঘিরে দিল দুষ্কৃতীরা:গ্রেপ্তার ৩  

পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বাড় বাসুদেবপুরে শ্রুতি প্রতিবন্ধী স্কুলের গেটে বৃহস্পতিবার গভীর রাতে অন্ধকারে দুষ্কৃতীরা বেড়া দিয়ে দিলো। রাস্তায় বাসের বেড়া থাকায় শুক্রবার সকালে সমস্যায় পড়ে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীরা। খবর পেয়ে বেড়া সরাতে এলে পুলিশের সাথে এলাকাবাসীর বচসা ।স্কুলের রাস্তায় বেড়া দেওয়ার ঘটনায় আতঙ্কিত স্কুল ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলী ।

অভিযোগ রাস্তা ঘিরে দেওয়ার লোকজন রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকে ।তাদের দাবি এই রাস্তায় কাউকে যাতায়াত করতে দেওয়া হবে না ।সুতাহাটা থানার পুলিশ এসে সেই বেড়া তুলে ফেলে দেয়। রাস্তার বেড়া খুলতে এলে পুলিশের সাথে স্থানীয় লোকজনদের কথা কাটাকাটি ।পুলিশের উপরে হামলা করে বলে অভিযোগ ।

রাস্তার উপর বাঁশের বেড়া খুলতে এসে পুলিশের সাথে গন্ডগোলের ঘটনায় ৩জনকে আটক করে পুলিশ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ এই জায়গা দান করেছিলেন স্কুলকে ।সেখানেই প্রতিবন্ধী স্কুল “শ্রুতি”এবং স্কুলের ছাত্রাবাস রয়েছে।বর্তমানে স্কুলের বিশাল জায়গা রক্ষা করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ ।স্কুলের বিভিন্ন জায়গা জবরদখল হয়ে রয়েছে । এবার প্রতিবন্ধী স্কুলে যাতায়াতের রাস্তা জবর দখল করতে গিয়ে পুলিশের সাথে বচসায় জড়ালো জবরদখলকারীরা ।

Related News

Also Read

03:26