Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

এগরার চোরপালিয়া কাস্টমার কেয়ার সেন্টারের বিদ্যুৎ গ্রাহকদের কনভেনশন

পূর্ব মেদিনীপুর জেলার এগরার চোরপালিয়া কাস্টমার কেয়ার সেন্টারের সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের আজ এক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে মুল বক্তব্য রাখেন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)’র পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শংকর মালাকার। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সনাতন গিরি।

বক্তারা বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেড মিটার লাগানো বন্ধ,বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার, গৃহস্থে মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড়,কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ ও এল.পি.এস.সি.(জরিমানা) মুকুব,অন্যায়ভাবে লোডের ভিত্তিতে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট আদায় না করে গ্রাহকদের জমা রাখা সিকিউরিটির উপর আইনসম্মতভাবে সুদের টাকা ফেরতের দাবীতে ২রা সেপ্টেম্বর কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীকে দেওয়ার উদ্দেশ্যে স্মারকলিপিতে গ্রাহকদের গনস্বাক্ষর সংগ্রহ অভিযানে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের সামিল হওয়ার আহ্বান জানান।

কনভেনশন থেকে সুভাষচন্দ্র সাউকে সভাপতি রবীশংকর দাসকে সম্পাদক, বরুন সাউকে কোষাধক্ষ্য করে ৩২ জনের অ্যাবেকা চোরপালিয়া কাস্টমার কেয়ার সেন্টার কমিটি গঠিত হয়।

Related News

Also Read