Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির বিজয়া সম্মিলনী 

পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ব্লকের ঐতিহ্যবাহী বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির বিজয়া সম্মিলনী হল রবিবার সমিতির সভাকক্ষে।এই সমিতি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুর জেলা জুড়ে বিভিন্ন রকম জনসেবায় নিয়োজিত। স্বাগত ভাষণে সংস্থার কর্ণধার একালের দানবীর আশীষ ধাওয়া তার বক্তব্যে শারদ উৎসব শেষে বিজয়া সম্মিলনীর তাৎপর্য তুলে আগামী দিনে অনাথ আশ্রম তৈরীর ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় নিঃস্বার্থভাবে অনাথ আশ্রমের জন্য ভূমি দাতাকে সবার সামনে উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করেন।কলিয়াচক সংস্কৃত কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. দেবীপদ রথ বিজয়া সম্মিলনীর পৌরাণিক ব্যাখ্যা তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন।বিধায়ক তরুণ কুমার মাইতি তার বক্তব্যে নিজের নির্বাচনক্ষেত্রে বৃদ্ধাশ্রমটি করায় তিনি আশীষ বাবুর কর্মদ্দোমের প্রশংসা করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি সংস্থার পাশে থেকে সর্বতো সহযোগিতার আশ্বাস দেন। এগরা পৌরপ্রধান স্বপন কুমার নায়ক তার বক্তব্যে বাল্য থেকে প্রবল সংগ্ৰামের মধ্য দিয়ে মানুষের কাছে দানবীর হয়ে ওঠার অদৃশ্য হাত জগন্নাথদেবের অবদান বলে বলেন।

জগন্নাথ চেয়েছেন বলে তিনি মানুষের এই সেবা করতে পারছেন । কত লোকে‌ উপার্যন করেন কিন্তু সাধারণের কথা ভাবেন কজন। তিনি তাঁর ও এই সংস্থার দীর্ঘায়ু কামনা করেন। কর্মকর্তা ,শুভানুধ্যায়ী ও অতিথির আসনে ছিলেন

বর্ষীয়ান শিক্ষক অহিভুষণ পাহাড়ি, জাতীয় শিক্ষক ড. প্রণব কুমার পট্টনায়ক, মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান শঙ্কর সাউ , এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায়চৌধুরী,

প্রখ্যাত নিউরো চিকিৎসক অধ্যাপক ড. অমর মিশ্র, রাজ্য কারারক্ষী বাহিনীর প্রশিক্ষন সেন্টারে স্পোর্টসমান নিরুপম খাঁড়া, সমাজসেবী সন্দীপ পাত্র প্রমুখ।সভায়

Related News

Also Read