Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। আজকের রাশিফল।।

মেষ: নিজের মনকে অশান্ত হতে দেবেন না। অতিরিক্ত খরচে লাগাম দেওয়া দরকার। আজ সম্পত্তির উত্তরাধিকারের ব্যাপারে হতাশ হতে পারেন। নিজের কাজ নিয়ে গভীর চিন্তার অবসর মিলবে। বাচ্চাদের সাথে সময় কাটালে মন ভালো থাকবে।


বৃষ: ব্যবসায় অংশীদারদের থেকে সতর্ক থাকুন। টাকার অতিরিক্ত চাহিদা সম্পর্ক খারাপ করতে পারে। আপনার অধিকার এবং সম্পদ বৃদ্ধি পাবে। আড্ডা দিতে গিয়ে বেহিসেবি হবেন না। পিতামাতার সহায়তা এবং আশীর্বাদ দিন শেষে স্বস্তি দেবে। দিনটি ভাল কাটবে।

মিথুন: মনোবল বজায় রাখার চেষ্টা করুন। প্রেমিকার অন্যায় আবেগের কাছে মাথা নোয়াবেন না। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য মিলবে। নতুন কোনও উৎস থেকে অর্থ উপার্জন হবে। আপনার আচরণ আপনার কাছের মানুষদের ব্যথিত করবে।


কর্কট: অস্থাবর সম্পত্তি চুরির আশঙ্কা আছে। সঙ্গীকে অবহেলা করলে সম্পর্ক নষ্ট হতে পারে। কেউ আপনার মেজাজ খারাপ করার মত কাজ করতে পারে। ট্যাক্স ফাঁকি দিলে বিপদে পড়তে পারেন। আপনি নিজের ক্ষমতায় কোনও বড় সাফল্য লাভ করবেন।

সিংহ: ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন। কোথাও ভ্রমণে গিয়ে নতুন করে প্রেমে পড়তে পারেন। মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পাবেন। মধুর ব্যাবহারে তিক্ততা এড়িয়ে যান। চোখের সমস্যায় উন্নতি নিশ্চিত। ব্যবসার কাজ মিটিয়ে পরিবারকে সময় দিন।


কন্যা: অতিরিক্ত কাজের চাপ বিরক্তির কারণ হবে। নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখুন, সাফল্য আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারেন। আজ শ্বশুরবাড়ির পক্ষ থেকে ক্ষোভের মুখে পরতে পারেন।

তুলা: তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন। শান্তির জন্য দান ও দাতব্যকাজে শ্রম দান করুন। জমি এবং বাড়ির সম্পত্তিতে বিনিয়োগ লাভ দেবে। জমি নিয়ে পারিবারিক ঝামেলা তৈরি হতে পারে। বন্ধুর ব্যক্তিগত সমস্যা মেটানোর চেষ্টা করুন। তবে এই নিয়ে মনখারাপ না করাই ভালো।


বৃশ্চিক: কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। আর্থিক মামলায় আপনার জয় হবে। তবে সাফল্যে আনন্দে ভেসে গেলে মুশকিল।কোনও মন্দিরে ঘুরতে যেতে পারেন। জীবনসঙ্গীর সাথে সোনালি দিনগুলোর স্মৃতিচারণায় কাটবে। পায়ে আঘাতের আশঙ্কা রয়েছে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

ধনু: পরিবারে সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যক্তিগত সমস্যা প্রকাশ্যে আনলে অস্বস্তি বাড়বে। স্ত্রীয়ের সাথে কিছু জরুরি আলোচনা করবেন। প্রতিবেশীর সাথে মনোমালিন্যে মেজাজ হারাবেন না। নতুন প্রেম আপনার জীবন অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে।


মকর: বিবাহিত জীবনে ভালো কিছু হতে পারে। গানের প্রতি আগ্রহ আপনাকে নতুন বন্ধু এনে দেবে। অনিচ্ছা হলেও অপ্রয়োজনীয় ব্যয়ের মুখোমুখিও হতে হবে। ভালোবাসার মানুষের প্রতি কঠোর হবেন না। আপনার জ্ঞান এবং রসবোধ সকলের দৃষ্টি আকর্ষণ করবে।

কুম্ভ: ভালোবাসায় একটি সুন্দর মোড় আসবে। বাড়িতে উৎসব পালনের পরিবেশ থাকবে। অশান্তি, উদ্বেগ এবং উদাসীনতার কারণে অস্থিরতা থাকবে। নতুন লক্ষ্য স্থির করে সেই দিকে এগিয়ে যান। নিজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কাজে আসবে। বাকি থাকা কাজ শেষ হবে।


মীন: স্বাস্থ্যের খাতিরে অযথা চিৎকার করবেন না। স্ত্রীর অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় রাখবে। যেকোনো রকম বিনিময় পরবর্তীকালে ভাল ফল দেবে। সন্তানের লেখাপড়ার ব্যাপারে নজর দেওয়া দরকার। পরিবারের সকলের সাথে সম্পর্কের উন্নতি দরকার।

Related News

Also Read