Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। খেজুরীর ইড়িঞ্চিতে রবিঠাকুরের হিজলী টাইডাল ক্যানেল পথে ১২৬তম আগমন বর্ষ উদযাপন ।।

আজ ‘হিজলী টাইডাল ক্যানেল’ পথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর খেজুরী আগমনের “১২৬তম বর্ষ উদযাপন” অনুষ্ঠান হল খেজুরীর ইড়িঞ্চিতে, অবসারিকা-র আম্রকুঞ্জে। রবিঠাকুর তাঁর পদ্মাবোটে এই ক্যানেল পথে ওড়িশা গিয়েছিলেন ১৮৯৭ সালের ২১শে অক্টোবর। সেই দিনটির স্মরণে বিশ্বকবির জীবন নিয়ে আলোচকগণ আলোচনা করেন।

আজকের এই আলোচনা ও সাহিত্যসভায় সভাপতির আসন অলংকৃত করেন প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র গবেষক ড. প্রবালকান্তি হাজরা। অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন; প্রাক্তন অধ্যাপক রণজিত নায়ক, প্রাক্তন সহ প্রধান শিক্ষক শিক্ষারত্ন স্বপনকুমার মণ্ডল, বিশিষ্ট কবি অমৃত মাইতি, কবি অজিত জানা, প্রতীক জানা, দেবগোপাল মন্ডল, কালিপদ মাইতি, অনিলকুমার সাহু, সুভাষচন্দ্র ঘোড়ই, সমরেশ সুবোধ পড়িয়া, দুর্গা দাস, বিমান কুমার নায়ক, মধুসূদন জানা, মধুমিতা গিরি, অসিত কুমার গিরি, মহামায়া গোল, ভূপাল কুমার মাইতি, সুদর্শন সেন প্রমুখ বিশিষ্টজনেরা।



আজকের এই ঘরোয়া অনুষ্ঠানে আলোচনা, আবৃত্তি, কবিতাপাঠ, রবীন্দ্র সঙ্গীত ও শেষে ম্যাজিসিয়ান মি. মধু-র ম্যাজিক পরিবেশিত হয়৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্ডীপুর রবীন্দ্র পরিষদের কর্ণধার শিক্ষক প্রতীক জানা ও শব্দের মেঠোপথ এর কর্ণধার আহ্বায়ক বিষ্ণুপদ জানা৷

Related News

Also Read