প্রদীপ কুমার সিংহ :- আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারুইপুরে বিভিন্ন এলাকায় মিছিল করা হয় প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে। এই মিছিলটি হয় রামনগরে ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর স্কুল থেকে চোঙ্গো, সরদার পাড়া সহ বিভিন্ন এলাকা জুড়ে। অংশগ্রহণ করেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিধায়ক বিভাগ সরদার, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী ,৪৪ নম্বর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত সরদার সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম সভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ও কর্মীরা।

এই মিছিলে সাংবাদিকরা বিভাস সরদারকে জিজ্ঞাস করেন পঞ্চায়েত ভোটে আপনার এলাকা জেতার ব্যাপারে কতটা আশাবাদী ? তিনি বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখে ভোট দেবে। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী প্রভৃতি প্রকল্পের সুবিধা পাচ্ছে মানুষ। সেইটা দেখেই ভোট দেবে। কিছুটা কাজ বাকি আছে এই প্রশ্ন শুনে তিনি বলেন ৩৪ বছরের সিপিএমের কোন কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে উন্নয়ন করেছে ।সবদিকেই অনেক কাজ হয়েছে।






