Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

নন্দীগ্রামে বিরোধী দলে বড় ভাঙ্গন:শাসক দলে যোগদান

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্রে বড় সড় ভাঙন ধরলো বিরোধী দল গুলিতে।বিজেপি-কংগ্রেস ও সিপিএম ছেড়ে বহু কর্মী সমর্থক যোগ দিলো তৃনমূলে।তবে শুধু নন্দীগ্রাম নয়,তমলুকে লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ১০০০ বিজেপি-সিপিএম-কংগ্রেসের কর্মীরা যোগ দিলো রাজ্যের শাসক দলে।

 

জানা গেছে বৃহস্পতিবার হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি সভায় বিভিন্ন দল থেকে ৮৩৩ জন তৃণমূল কংগ্রেসের যোগদান করে । এই সভায় শুধু নন্দীগ্রাম থেকে ১০০কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করে ।

 

 

 

তৃণমূল কংগ্রেসের ডাকে হলদিয়ায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি সভা ।তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের আয়োজনে হলদিয়ার দুর্গাচক কলোনী বাজারে সন্ধ্যায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি সভা ।কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে মিছিল করা হয় ।সম্প্রীতি মঞ্চে শহীদ বেদীতে মাল্যদান করা হয় ।

উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ , হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মন্ডল ,তমলুক সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি ,নন্দকুমারের বিধায়ক সুকুমার দে ,মহিষাদল এর বিধায়ক তিলক চক্রবর্তী ,চিত্ত মাইতি ,শ্যামল মাইতি,হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা প্রমূখ ।

 

তন্ময় ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেয় ।

Related News

Also Read