Select Language

[gtranslate]
২৭শে শ্রাবণ, ১৪৩২ সোমবার ( ১১ই আগস্ট, ২০২৫ )

মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি ” ডিয়ার মা “

 ইন্দ্রজিৎ আইচ

 

শুক্রবার মুক্তি পেতে চলেছে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি

” ডিয়ার মা “। গত ১৭ জুন সন্ধায় হায়াত রিজেন্সি হোটেলে হয়ে গেলো তার পোস্টার লঞ্চ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

এই ছবির প্রধান অভিনেত্রী

জয়া আহসান, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল,

অনুভা ফতেপুড়িয়া, সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ থেকে

পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। দীর্ঘ ১০ বছর পর আবার বাংলা ছবি পরিচালনা করলেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী জানালেন

আমি অনেক দিন অন্তর একটা করে ছবি করি। ২০০৬ সালে অনুরণন, ২০০৯ তে অন্তহীন,

২০১৪ সালে অপরাজিতা তুমি, তারপর বুনো হাস, এরপর ২০২৫ এ “Dear মা”।

এই ছবিতেবৃন্দা র চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসানের মতন

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। অর্ক করেছে চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়

একজন পুলিশ অফিসার। তার চরিত্রের নাম নন্দি। প্রফেসর এর

চরিত্র টি করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। সাগর এর ক্যারেক্টার টা করেছে সায়ন মুন্সী, পদ্যপ্রিয়া করেছেন অহনা। এছাড়া অভিনয় বাবা ও মা এর চরিত্র টি করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী ও সোনালী।

তিনটি বাচ্চা মে দারুন অভিনয় করেছে আমার ছবিতে। এছাড়া আনুভা ফাতেপুড়িয়া, ঝিমলি, অদ্বিতীয়া অভিনয় করেছে।সঙ্গীত পরিচালক হলেন বিক্রম ঘোষ। এডিটিং করেছেন অর্ঘকমল মিত্র। একটা সম্পর্কে র গল্প এক কথায় এই ছবিটা।

এর বেশি কিছু আজ বলছি না।

ছবিটা ১৮ জুলাই মুক্তি পাচ্ছে।

Related News

Also Read

02:42