সৈকত শহর দিঘায় বেড়াতে আসা পর্যটকদের এবার গাইড পরিষেবা দিবে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।পদিমা ১ গ্রাম পঞ্চায়েতের সাথে যৌথ ভাবে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ এই পরিষেবা দেবে বলে জানা গেছে
পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় বেশ কয়েকবার বেড়াতে এলোও অনেক পর্যটক জানেন না এখানে সমুদ্র স্নানের আনন্দ নেওয়ার পাশাপাশি কোথায় কোথায় ঘুরে দেখা যায়।এবার সেই টুরিস্ট গাইড পরিষেবা চালু হতে চলেছে দিঘায়।
রামনগর এক পঞ্চায়েত সমিতির নারী শিশু কর্মাধ্যক্ষ কেয়া দলাই এবং পদিমা ১ পঞ্চায়েত প্রধান অশোক চন্দ্র জানিয়েছেন দীপাবলি উৎসবের সময় থেকেই পর্যটকদের জন্যে টুরিস্ট গাইড পরিষেবা প্রদান করা হবে।সৈকত শহর দিঘা সহ মান্দারমনি,তাজপুর,শংকরপুর আরো ভালো করে ঘুরে দেখতে সাহায্য করবে গাইডরা
Post Views: 30