Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। বড়দিনে তাজপুর সমুদ্র সংলগ্ন জঙ্গলে অগ্নিকান্ড ।।

বড়দিনের আমেজ নিতে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর তাজপুরে বহু পর্যটক ভীড় জমিয়েছেন।এর মধ্যেই রবিবার দুপুরের দিকে সমুদ্র সংলগ্ন জঙ্গলে আগুন লেগে যায়।উৎসবের দিনে এভাবে জঙ্গলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ।


সূত্রের খবর, রবিবার দুপুর ১ টা নাগাদ সমুদ্র সংলগ্ন তাজপুর জঙ্গলে হঠাৎই আগুন দেখতে পান কয়েক জন পর্যটক।স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে তাঁরা কর্তব্যরত বনদপ্তরের কর্মীদের ঘটনাটা জানান। বন দফতরের কর্মী ও পর্যটকদের সাথে নিয়ে তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসায় ।পরে ঘটনাস্থলে দমকলের আরো দুটি ইঞ্জিন আসে। তারা আগুন নিয়ন্ত্রনে আনে ।


তবে কিভাবে ওই আগুন তা এখনো স্পষ্ট নয়। স্বস্তির খবর এখনো পর্যন্ত কেউ আহত হননি। ক্ষতিগ্রস্ত হয়েছে জঙ্গলের বেশ কিছু গাছ।

Related News

Also Read