প্রদীপ কুমার সিংহ :- ভোরবেলায় গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আগুনে ভস্মিভূত হয়ে যায় কয়েকটি দোকান।
গড়িয়া ষ্টেশন সংলগ্ন রেল ব্রীজের তলায় আগ্নিকান্ডের জেরে ভস্মীভূত ৬টি দোকান। ভোররাতে আগুন লাগে। কিভাবে আগুন লাগল তার কারণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডের জেরে ফলের, জামা কাপড় মিলে ৬টি দোকানের সমস্ত মালপত্র বস্মীভূত হয়ে যায়। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় ও দমকলে। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের মুখ থেকে খবর পেয়ে দোকানে আসেন দোকানদাররা। পুড়ে যাওয়া মালপত্র সরানোর কাজ শুরু হয়েছে। ঘটনার জেরে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় রেলযাত্রীরা। এই অগ্নিকাণ্ডের ফলে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
সাধারণ মানুষ মনে করছে হঠাৎ এই আগুন লাগে দোকানগুলিতে। যখন দোকানগুলিতে আগুন লাগে তখন আশেপাশে কেউ ছিলনা। কি করে আগুন লেগেছে কেউ বলতে পারেনি। কি ব্যাপারে নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।