পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে এসআইআর নিয়ে বৈঠকের আগে বিক্ষোভের মুখে পড়লেন ডেপুটি নির্বাচন কমিশনার। সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠকে ঢোকার মুখেই তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে তিন জেলার আধিকারিকদের নিয়ে এসআইআর নিয়ে বৈঠকে বসে। বেলা এগারোটার কিছু আগেই কমিশনের প্রতিনিধিরা চলে আসেন।উল্লেখ্য, এদিন কোলাঘাট অডিটোরিয়ামে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক,ইআরও, এইআরও,বিএলও-দের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।

আন্দোলনকারী সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা বলেন
সত্যিকারের ভারতীয় নাগরিকরা ভোটার হিসেবে তালিকায় থাকছে না। আমরা ভারতীয় নাগরিক হয়ে এটা মানতে পারছিনা, এটা হয় না। আমরা এসআইআর মানছি না।

জাতীয় নির্বাচন আধিকারিকরা কোলাঘাট অডিটোরিয়ামে ঢোকার মুখেই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা। সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা মূল গেট দিয়ে ঢুকতে চেষ্টা করলে পুলিশ তাঁদের আটকে দেয়। শেষে তাঁরা রাস্তার ধারেই বিক্ষোভ দেখান





