প্রদীপ কুমার সিংহ:-কথায় আছে শিক্ষার কোন বয়স লাগে না। মানুষের মনের জোর সবচেয়ে বড় । এমনই এক নজির সৃষ্টি করলেন বারুইপুর পুলিশ জেলার অন্তর্ভুক্ত সোনারপুর থানার হোম গার্ডে চাকরিরত প্রভাস চন্দ্র মন্ডল।তিনি ৫৯ বছর বয়সে মাধ্যমিক পাস করলেন এ বছরে (2022)।
বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর, প্রবাস চন্দ্র মন্ডল এর জন্মের তারিখ ৮ ফেব্রুয়ারি, ১৯৬৩ সাল। তিনি ক্লাস এইট পাশ করার পর বাড়ির পরিবারের ইচ্ছায় হোম গার্ডে চাকরি করেন, তার জন্য প্রভাসবাবু পড়াশোনা আর করে উঠতে পারেনি তখন।
কিন্তু তখন থেকেই তার মনে জীবনের ইচ্ছা ছিল মাধ্যমিক পাস করবেন যে কোন সময়। তিনি গতবছর প্রাইভেটে দশম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন বিধান নগর পূর্বমুক্ত বিদ্যালয়। যেটি পশ্চিমবাংলার মাধ্যমিক কাউন্সিলের অন্তভুক্ত। এবছর মাধ্যমিক পরীক্ষা দেন এবং সেই পরীক্ষার ফল বেরোতে তিনি দেখেন পাশ করেছেন।
এই পরীক্ষার ফল দেখে তিনি গর্বিত তিনি মনে করেন বয়সে কাছে পড়াশোনা হার মানেনা। যদিও তিনি সামনে বছর হোমগার্ডের চাকরি থেকে অবসর নেবেন। কারণ তার ষাট বছর পূর্ণ হওয়ার জন্য।
এই পরীক্ষার ফলাফলের দেখে বারইপুর পুলিশ জেলার প্রতিটি অফিসার ও কর্মচারী খুবই খুশি হয়েছেন তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সেই সঙ্গে বারুইপুর পুলিশ জেলার সুপারেনটেনডেন্ট অফ পুলিশ পুষ্পা প্রবাস চন্দ্রবাবুকে সম্বর্ধনা দেন তার এই কৃতিত্বের জন্য।
চন্দ্রবাবু বারুইপুর পুলিশ জেলার সুপারেনটেনডেন্ট অফ পুলিশের পুষ্পার হাত থেকে সম্বর্ধনা পেয়ে খুব আপ্লুত ও আনন্দিত হয়েছেন।
প্রবাস চন্দ মণ্ডল এই কৃতিত্বের জন্য সমাজে এক দৃষ্টান্ত হয়ে থাকবেন বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে মনে করে।






