পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের অমৃতবাড় শ্যামাসেবক সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও ৪৭ তম বর্ষে সার্বজনীন শ্যামা মায়ের পূজার্চনার আয়োজন করে। রবিবার রামনগর বিধানসভা এলাকার বাদলপুর পঞ্চায়েতের অমৃতবাড় শ্যামপুকুর পাড় কালী মন্দির প্রাঙ্গনে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও শ্যামা মায়ের পূজার্চনার শেষ রজনীতে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হয়।

পুরস্কার বিতরণী সভার প্রধান অতিথি ছিলেন রামনগর -১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। তিনি তাঁর বক্তব্যে বলেন এই সংস্থা কেবলমাত্র মাতৃ আরাধনায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সমাজসেবামূলক কাজের আয়োজন করে।

এদিন কুইজ প্রতিযোগিতা, দিদি নম্বর ওয়ান প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এই দিন প্রত্যেক প্রতিযোগিতার প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হলো। ছিলেন বিশিষ্ট শিক্ষক অশোক প্রধান, সংস্থার সভাপতি,সম্পাদক সহ কর্মকর্তা গণ।





