রাস্তায় হারিয়ে যাওয়া ইসকন মন্দিরের ৭ লক্ষ টাকা উদ্ধার করলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশ।

এগরা থানা সূত্রে জানা গেছে গত ৭ জুলাই এগরা শহরে অবস্থিত ইস্কন মন্দিরের এক মহারাজ ব্যাগে করে ৭ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাংকে জমা দেওয়ার জন্য। বাইক চড়ে যাওয়ার সময় ব্যাগ ভর্তি টাকা রাস্তায় পড়ে যায়। ব্যাঙ্কে পৌঁছে বাইক থেকে নেমে আর ব্যাগ দেখতে পাননি সেই মহারাজ।তিনি সাথে সাথে এগরা থানায় গিয়ে তাঁর সাত লক্ষ টাকা হারিয়ে গেছে বলে লিখিত অভিযোগ জানায়।

এরপরেই এগরা থানার আইসি অরুন কুমার খাঁর নেতৃত্বে ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালিয়ে সেই টাকা উদ্ধার করে পুলিশ । ব্যাগে টাকার সাথে ছিল একটি চেকবুক। সেটিও উদ্ধার করেছে পুলিশ। 
জানা গেছে এক ব্যক্তি সেই টাকা ভর্তি ব্যাগ রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন। তাঁর কাছ থেকে টাকা উদ্ধার হয়।
রবিবার সাংবাদিক সম্মেলন করে সেই কথা জানালেন এগরা মহকুমা পুলিশ অফিসার দেবীদয়াল কুন্ডু।





