প্রদীপ কুমার সিংহ
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,যম দুয়ারে পড়লো ফোঁটা,যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোটা। আগামীকাল ভাইফোঁটা তার আগেই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই-বোনদের গণ ভাইফোঁটা অনুষ্ঠান হয় বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর দিশা প্রতিবন্ধী স্কুল তথা পীর খালি প্রতিকৃতে Boys হোমের বাচ্চাদের।

এই অনুষ্ঠানের সহযোগিতা ছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বেশ কিছু সমাজ কর্মীরা সেই সঙ্গে থানার এক আধিকারিক। এই স্কুল হোমে প্রায় ৬০ জন ভাইবোনকে এই গণ ভাইফোঁটা দেওয়া হয় বুধবার। চন্দনের ফোঁটা, ধান,দূর্বা দিয়ে মাথায় আশীর্বাদ করে প্রদীপের তাপ দিয়ে সঙ্গে মিষ্টি ক্যাডবেরি ও ছোট্ট উপহার তুলে দিয়ে এই গণ ভাইফোঁটা অনুষ্ঠান পালিত হলো।

মগরাহাট থানার আধিকারিক পীযূষ কান্তি মন্ডল মহাশয় এই বিশেষ চাহিদা সম্পন্ন ছোট ছোট বাচ্চাদের ব্যাগ দিয়ে সহযোগিতা করে। ধমুয়ার সমাজসেবী তপতী হালদার, সুবীর সরদার সুদীপ সরদার, মেঘমালা পুরকাইত, মধুরিমা হালদার, কেয়ার বার্ডস কর্ণধার শর্মিষ্ঠা সেনগুপ্ত, জলি বৈদ্য দেবাশীষ বৈদ্য,নন্দিতা, সবাই মিলে আজ ৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ও CWFL ভাই-বোনদের গণ ভাইফোঁটা দিয়ে এক মনোরম অনুষ্ঠানের পরিণত করে। এই অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল মধুসূদন মন্ডল বলে প্রত্যেক বছরই এই স্কুলের গণ ভাইফোঁটা হয় তবে এ বছর গণভো ভাইফোঁটাতে একটা অন্যরকম মাত্রা পেয়েছে।
যারা এই অনুষ্ঠানে ভাইফোঁটায় নিয়েছে তারা খুব খুশি হয়েছেন এবং খুব আনন্দিত হয়েছে।





