Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কোর্টের দরজা সবার জন্য খোলা আছে অধ্যক্ষ

প্রদীপ কুমার সিংহ

কোর্টের দরজা সবার জন্য খোলা আছে সবাই সেখানে যেতেই পারে মামলার জন্য, আমার তো মনে হয় না পশ্চিমবাংলা কোথাও বি এল ও নিরাপত্তা হীনতায় ভুগতে পারে না। এখানে রাজ্য সরকার রয়েছে এমন কোন ঘটেনি যার জন্য সুপ্রিমকোর্টে মামলা করতে হয়েছে বি এন ও দের জন্য নিরাপত্তার জন্য মঙ্গলবার এমন ই প্রশ্নের উত্তর দেয়াতে শোনা গেল বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় কে।

বারুইপুরে পিঠে পুলি উৎসব উদ্বোধন করেন আর তারপর সাংবাদিকরা প্রশ্ন করেন ফুল চাষীরা বাইরের রাজ্যে ফুল ব্যবসা করতে ভয় পাচ্ছে। বিহার উড়িষ্যা বিভিন্ন রাজ্যে সেই সম্বন্ধে অধ্যক্ষ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে এই নিয়ে সরোভ হয়েছেন তৃণমূল এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন । বিধানসভা শীতকালীন অধিবেশনে এই সম্বন্ধে আলোচনা হবে আশা করি সব বিধায়ক এ নিয়ে কথা বলবেন।

হুমায়ুন কবির নিরাপত্তাহীনতায় ভুগছে হাইকোর্টে মামলা করেছে, সেই সম্বন্ধে তিনি বলেন হুমায়ুন কবির সকালে এক কথা বলেন বিকালে এক কথা বলেন। অনেক সময় আমাদের বাড়ির গৃহপালিত পশুকে বাইরে দিয়ে দেওয়া হয় সকালে আবার বিকালে ফিরে আসে। সাংবাদিকরা প্রশ্ন করেন তাহলে কি তৃণমূলে আসলে আবার কি তাকে নিয়ে নেয়া হবে এই প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বলেন এই নিয়ে কোন মন্তব্য করতে যাব না । এক লক্ষ কোরান পাঠের কথা বলেছেন ,সেই সম্বন্ধে তিনি বলেন এই প্রশ্নের কোন মন্তব্য করব না।

নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় ৭ লক্ষ ভোটারের নাম বাদ গেছে সেই প্রশ্নের উত্তরে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এই ব্যাপারে আমি কিছু বলতে পারব না।

পিঠে পুলি উৎসব সম্বন্ধে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন অসাধারণ একটি প্রচেষ্টা আমরা সবাই বাড়িতে ভুলে যাই পিঠে কেমন করে তৈরি করে করে। এই পিঠে থেকে মনে পড়ল। এই উৎসবটি এত সুন্দর ভাবে দোকানগুলো সাজিয়েছে, অসাধারণ লাগছে।

বারুইপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের পরিচালনায়

মঙ্গলবার বারুইপুর থানার সামনে বারুইপুরের প্রথম পিঠে পুলি উৎসব শুরু হয়েছে তা চলবে আগামী ১৬ তারিখ পর্যন্ত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান ব্যানার্জি ছাড়া বারুইপুর পৌরসভার পৌর পিতা শক্তি রায় চৌধুরী, উপ পৌর পিতা গৌতম দাস, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র সহ পৌরসভার একাধিক পৌরপিতা এবং পৌর মাতা গন ও বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে একাধিক পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান সহ কয়েকশো মানুষ। পিঠে পুলি উৎসব উদ্বোধন করার আগে বারুইপুর এলাকায় প্রায় ১০০ জন দুঃস্থ মানুষকে বিতরণ করেন বিমান বন্দ্যোপাধ্যায়।

Related News

Also Read