পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের অন্তর্গত রাইন গ্রামের বৃদ্ধাবাস।এখানকার বেশীর ভাগ বাসিন্দাদের সাথে তাদের রক্তের সম্পর্কিত আত্মীয়দের আর তেমন ভাবে যোগাযোগ নেই।ফলে জীবন থেকে হারিয়েছে রং।
তবে আজ হোলি উৎসবে আর পাঁচজনের একই ভাবে উৎসবে মেতে উঠলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের অন্তর্গত রাইন গ্রামের বৃদ্ধাবাসের আবাসিকরা।এখানে রয়েছে ৬০ জন বৃদ্ধ-বৃদ্ধা।আবাসিকরা একে অপরকে হোলির দিনে রঙিন আবীরে রাঙিয়ে দেন।চলে নাচ গান সারাদিন ধরে।

Post Views: 30