নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র।এবার সেলহানেই তাঁর কনভয়ের দুই পাশ থেকে চোর চোর স্লোগান দিলো তৃনমূলীরা।পঞ্চায়েত নির্বাচনের মাত্র দুই দিন আগে এই ঘটনায় স্বাভাবিক কারনে উত্তেজনা ছড়ালো।
জানা গেছে বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের কাছে নির্বাচনী প্রচার শেষ করে ফিরছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃনমূলের মুখপাত্র কুনাল ঘোষ। দুজনের কনভয় পাশ করার সময়েই রাস্তার দুই ধারে থাকা সাধারন মানুষ ও তৃনমূল কর্মীরা গদ্দার হাটাও,চোর চোর চোরটা ……. প্রভৃতি স্লোগান দিতে থাকে।
উত্তেজনা বড় আকার নিতে পারে সন্দেহ করে ছুটে আসে পুলিশ।স্লোগানকারীদের সরিয়ে দেয়।সেই সাথে শুভেন্দু বাবুর কনভয় যাতে দ্রুত ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতে পারে তার ব্যাবস্থা করে
Post Views: 16