Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

৭৮তম এনসিসি দিবসে বেস্ট এ এন ও পুরস্কারে সম্মানিত ক্যাপ্টেন বুলবুল রহমান

৭৮তম এনসিসি দিবসে কাঁথি ক্ষেত্র মোহন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এনসিসি অফিসার ক্যাপ্টেন বুলবুল রহমানকে বেস্ট এ এন ও সম্মাননায় ভূষিত করল ইস্টার্ন কমান্ড। পুরস্কারটি প্রদান করেন ইস্টার্ন কম্যান্ড আর্মির চিফ লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা।

গত ২৪ নভেম্বর সোমবার এই বিশেষ দিন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ ও সিকিমের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি হয় কলকাতার এনসিসি ইনস্টিটিউশন ক্লাব হাউসে। সেখানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডিরেক্টরেটের এ ডি জি মেজর জেনারেল অমর পাল সিং চাহাল, বিভিন্ন গ্রুপ কমান্ডার এবং সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে ক্যাপ্টেন বুলবুল রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। কাঁথি ক্ষেত্র মোহন বিদ্যাভবনের এনসিসি বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসেবে তাঁর এই সাফল্যে বিদ্যালয় ও জেলাবাসীর কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে।

Related News

Also Read