Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

মাধ্যমিক-মাদ্রাসার কৃতী পরীক্ষার্থিদের সম্মান জ্ঞাপন

বর্তমান বছরের মাধ্যমিক পরীক্ষায় জেলার সফল কৃতীদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হল সোমবার বিকেলে ।

মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। নিমতৌড়িতে জেলা পরিষদের সতীশ সামন্ত সভাকক্ষে এক অনুষ্ঠানে রাজ্যস্তরে দশম স্থান অধিকারীদের মধ্যে জেলার ৭জন কৃতী এবং মাদ্রাসা বোর্ডের ৩ জন পরীক্ষায় জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিনজন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।

 জেলার টপারদের হাতে স্কুল ব্যাগ ,স্মারক,স্মার্টওয়াচ উপহার তুলে দেওয়া হয় । রাজ্যের মধ্যে চতুর্থ স্থানে কাঁথি মডেল ইনস্টিটিউশন এর সুপ্রতীক মান্না ,রাজ্যে নবম স্থান অধিকারী ঐসিক জানা ,রাজ্যে দশম স্থান অধিকারী দুতিময় মন্ডল ,বিরুদ্ধ সামন্ত ,সোহম সাতরা ,সায়ন বেজ,সমন্বয় দাস ,এছাড়া মাদ্রাসার তিনজনকেও সম্মানিত করা হয় ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, সহ-সভাধিপতি সুহাসিনী কর, অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।

Related News

Also Read